Wellcome to National Portal

শিরোনাম
সাব-রেজিস্ট্রারের কার্যালয়, জুড়ী, মৌলভীবাজার এর সনদপ্রাপ্ত দলিল লেখকদের নামের তালিকা
বিস্তারিত

সরকারি সনদপত্র গ্রহণ পূর্বক সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জনগণের পক্ষে যারা দলিল মুসাবিদা করেন অথবা দলিল লিখিয়ে দেন, তারাই দলিল লেখক। দলিল লেখকগণ সরকারি চাকুরীজীবী নন। নির্ধারিত যোগ্যতাবলে জেলা রেজিস্ট্রার মহোদয় কর্তৃক সনদপত্র গ্রহণ করে জনগণের প্রয়োজনে তাদের নিকট থেকে গৃহীত পারিশ্রমিকের বিনিময়ে দলিল লেখকগণ (ক) দলিল মুসাবিদাকরণ, (খ) মুসাবিদা হইতে দলিল লিখন ও উহা নিবন্ধনের বিষয়ে যাবতীয় সহযোগিতা প্রদান, (গ) স্মরণ-শক্তি হইতে দলিল লিখন ও উহা নিবন্ধনের বিষয়ে যাবতীয় সহযোগিতাদান, (ঘ) ১৯০৮ সনের নিবন্ধন আইনের ৫২ ধারার অধীন পক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া দলিল ফেরত লওয়া, (ঙ) ছাপানো ফরম বা অন্য যে কোন প্রকার আবেদন লিখন ও পূরণ করা, (চ) সমন লিখন ও পূরণ করা, (ছ) রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীন নোটিশ লিখন ও পূরণ করা, (জ) সূচি তল্লাশ বা রেজিস্টার বহি পরিদর্শন ইত্যাদি কাজ করে থাকেন। 

কোন সনদ বিহীন দলিল লেখককে কার্যালয়ের সীমানার মধ্যে পাওয়া গেলে বা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সীমানা বা তাহার আশেপাশে জনসাধারণকে তাহার দ্বারা বা অন্য কোন সনদবিহীন দলিল লেখক দ্বারা তাহাদের দলিল লিখাইবার জন্য অনুরোধ করিতে পাওয়া গেলে অথবা নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০ছ এর অধীন প্রণীত কোন বিধানকে অকার্যাকর করিতে পারে, এমন কোন কাজ করিতে পাওয়া গেলে উক্ত আইনের ধারা ২ এর দফা (১১) অনুসারে তাহাকে টাউট বলিয়া গণ্য করা হইবে এবং তাহার নাম ধারা ৮০ক এর উপ-ধারা (১) এর অধীন প্রণিত এবং প্রকাশিত টাউটদের তালিকায় অন্তর্ভুক্ত করা হইবে।


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
28/05/2022
আর্কাইভ তারিখ
31/12/2023